প্রতিবেদন : মধ্যযুগীয় বর্বরতম শাস্তি আজও বহাল রয়েছে তালিবানের আফগানিস্তানে। বিবাহিত এক পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল এক তরুণীর বিরুদ্ধে। বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালানোর অপরাধে ওই তরুণীকে পাথর ছুঁড়ে মেরে ফেলার নির্দেশ দেন এক তালিবান বিচারক। শুক্রবারই সেই শাস্তি কার্যকর করার কথা ছিল।
আরও পড়ুন-দুর্নীতিতে ডুবে শীর্ষস্তরের রেলকর্তা
কিন্তু তার আগেই নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। যে পুরুষের সঙ্গে ওই তরুণী পালিয়েছিলেন বৃহস্পতিবার তাঁর প্রাণদণ্ড কার্যকর হয়েছে। এই ভয়ঙ্কর সাজার বিষয়টি প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে বিশ্ববাসী। নিন্দায় মুখর হয়েছে দুনিয়া। এ ঘটনায় স্বাভাবিকভাবেই সেদেশের মহিলাদের অবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এই মধ্যযুগীয় ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে তালিবান পুলিশ প্রধান সাফ জানিয়েছেন, দেশে মহিলাদের জন্য জেলের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
আরও পড়ুন-চিননীতি নিয়ে ফের কেন্দ্রকে তোপ
তাই দোষী সাব্যস্ত আফগান মেয়েদের পাথর ছুঁড়ে বা বেতের আঘাতের শাস্তি দেওয়া হচ্ছে। সে কারণেই আফগান মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র পালানোর প্রবণতা বাড়ছে। কাবুল দখলের পর নিজেদের বদলে যাওয়ার যে প্রতিশ্রুতি তালিবানরা দিয়েছিল সেটা যে চরম মিথ্যা, এরকম নানা ঘটনায় তা বারবার সামনে আসছে৷