শান্তিপুর : রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় সেই গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু এক মোটরবাইক চালকের। আর সেই মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল শান্তিপুর (Shantipur) থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের সগুনা। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। মৃতদেহ ঘিরে রাস্তা অবরোধ করে রাত পর্যন্ত চলছে বিক্ষোভ।
আরও পড়ুন – স্কুলছুট রুখতে খোলামাঠে বসছে ক্লাস
বাহিরচরের বাসিন্দা খোরশেদ মণ্ডল মুদিখানার দোকানের বাজার করতে শান্তিপুরে (Shantipur) আসছিলেন। সেই সময় শান্তিপুর ভালুকা রাস্তার সগুনা এলাকায় বেআইনিভাবে চোরাই কাঠ–ব্যবসায়ীরা রাস্তার পাশের গাছ কাটছিল। সেই গাছ রাস্তার উপর ফেলার সময় সরাসরি তা ওই মোটরবাইক চালকের মাথায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় খোরশেদের। এরপরই প্রচুর মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এলে তাদের আক্রমণ করে ক্ষুব্ধ জনতা। ওদের দাবি, অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে।