একটু ভাল সংগীতসম্রাজ্ঞী

Must read

প্রতিবেদন : বেশ কয়েকদিনের চিকিৎসার পর করোনা আক্রান্ত সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আইসিইউতে থাকলেও তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। বৃহস্পতিবার তাঁর পরিবারের পক্ষ থেকেই বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন – করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়কে SSKM থেকে স্থানান্তরিত করা হচ্ছে অ্যাপোলোতে, জানালেন মুখ্যমন্ত্রী 

চলতি বছরের শুরুতে করোনা আক্রান্ত লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)    মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার সঙ্গে নিউমোনিয়ায় ভুগছিলেন ৯২ বছরের এই শিল্পী। প্রথম থেকেই তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। লতার চিকিৎসার জন্য দেশের বিশিষ্ট ফুসফুস বিশেষজ্ঞ প্রতীত সমধানীর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়। এদিন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন নবতিপর শিল্পী।

Latest article