ঝাড়গ্রামে নেতাদের সামনেই হাতাহাতি

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম:‌ শুধু রাজ্য নয় জেলাস্তরেও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রবল অন্তঃকলহ। চলছে বিশৃঙ্খল অবস্থা। নতুন জেলা কমিটি ঘোষণার পর খোদ নেতাদের সামনেই বিজেপি কর্মীদের মধ্যে ঝাড়গ্রামে হাতাহাতি, মারামারি পর্যন্ত হয়েছে বুধবার ঝাড়গ্রাম (Jhargram) শহরে বিজেপি জেলা পার্টি অফিসের ছাদে। তখন সেখানে রান্নাবান্না চলছিল। জেলা কমিটি ঘোষণার পর গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ফানিয়ামারার বিজেপি কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন একদল কর্মী।

শুধু তাই নয়, কার্যালয়ের দলীয় ব্যানার, পতাকাও সরিয়ে ফেলা হয়েছে। এবার বিজেপির ঝাড়গ্রাম (Jhargram) জেলা কমিটি থেকে নাম বাদ গিয়েছে তাঁদের, যাঁরা একসময় এই দলটার ঝাড়গ্রামে জন্ম দিয়েছিলেন। অবনী ঘোষের মতো নেতা থেকে শুরু করে সদ্য বিধানসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থীদেরও নাম নেই জেলা কমিটিতে।

আরও পড়ুন – কাটা গাছ গায়ে পড়ে মৃত্যু, আক্রান্ত পুলিশ 

গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলার চারটি আসনে জয়লাভ করার পর থেকে বিজেপির টালমাটাল অবস্থা চলছে ঝাড়গ্রাম জেলায়। জেলার ছেলে চিত্রশিল্পী বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় শতপথীরও নাম নেই জেলা কমিটিতে। সুখময় অবশ্য দাবি করছেন, তাঁকে বিজেপির রাজ্য কমিটির সদস্য করা হয়েছে। দলীয়ভাবে ঘাটালের দায়িত্বে রয়েছেন। এদিকে বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন, যে জেলা কমিটি তৈরি করা হয়েছে, ওটা ভাবনাচিন্তা করে করা দরকার ছিল।

Latest article