সংবাদদাতা, পুরুলিয়া : পথদুর্ঘটনায় এক মহিলা স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার চূড়ান্ত উত্তেজনা ছড়াল পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবনে। কয়েকশো মহিলা স্বাস্থ্যকর্মী সিএমওএইচ দফতরের সামনে বিক্ষোভ দেখান। নিয়ে আসা হয় মৃতদেহটিও। বিক্ষোভকারীদের দাবি, স্বাস্থ্য দফতরের ফিল্ডকর্মীদের দায়িত্বে থাকা জেলা আধিকারিককে উপযুক্ত শাস্তি দিবে হবে।
আরও পড়ুন-ত্রিনিদাদ পৌঁছে গেলেন রোহিতরা
গত সপ্তাহে জেলাস্তরের ওই মহিলা আধিকারিক বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি সুইসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ দেখতে পান। এরপর তিনি ভারপ্রাপ্ত প্রথম ও দ্বিতীয় এএনএমকে ডেকে পাঠান। সোমবার বিকেলে দ্বিতীয় এএনএম রিঙ্কু গড়াই আধিকারিকের সঙ্গে দেখা করেন। পুরুলিয়া থেকে ফেরার পথে জয়পুর থানার আটাকল মোড়ের কাছে তিনি মোটরবাইক থেকে পড়ে জখম হন। পরে মৃত্যু হয়। বিক্ষোভকারীদের দাবি, মহিলা আধিকারিকটি বরাবর তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁর সঙ্গে দেখা করার পরই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই এএনএম। দুর্ঘটনার কারণ মানসিক নির্যাতন।