অন্ধ্রে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণের ঘোষণা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেলমন্ত্রী এই বিষয়ে জানান, মৃত যাত্রীদের নিকট আত্মীয়দের ১০ লাখ টাকা করে দেওয়া হবে।

Must read

কাল রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৬ থাকলেও, আজ বেড়ে দাঁড়িয়েছে ১৩। আহত যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০। এই অবস্থায় কেন্দ্রীয় রেলমন্ত্রী (Rail minister) অশ্বিনী বৈষ্ণব গতকাল রাতে মৃতের পরিবার এবং আহত যাত্রীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেলমন্ত্রী এই বিষয়ে জানান, মৃত যাত্রীদের নিকট আত্মীয়দের ১০ লাখ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহত যাত্রীদের আড়াই লাখ এবং তুলনায় কম আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন-মণিপুর নিয়ে মৌন থাকার খেসারত, অশান্তির আঁচ পেয়ে মিজোরামে সভা বাতিল প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটির সঙ্গে ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ধাক্কা খায়। বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি আলামান্দা এবং কণ্টকপল্লির মাঝে ট্র্যাকে দাঁড়িয়ে ছিল। সেই ট্রেনটিকে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার এসে ধাক্কা মারে। লাইনচ্যুত হয় বেশ কয়েকটি কামরা। দু’টি ট্রেনেই ১৪টি করে কামরা ছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভিাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ১১টি কামরা নিয়ে আলামান্দা স্টেশনে পৌঁছায়। এবং বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি ৯টি কামরা নিয়ে পিছন দিকে কণ্টকপল্লি স্টেশনে যায়। লাইনচ্যুত কামরাগুলি আজ সকালেও দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে গতরাতে নামলেও বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ায় তাদের কাজে বাধা আসে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে সমস্যা বেশ সমস্যা হয়েছে।

আরও পড়ুন-মূল্যবৃদ্ধিতে চোখে জল, ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে রাশ টানল কেন্দ্র

আলামান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় তদন্তের দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এদিন তিনি লিখেছেন, “কখনও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কখনও বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীদের কোচে আটকে পড়া এবং ভাগ্যের কাছে আত্মসমর্পণ: বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে!! কবে ঘুম ভাঙবে রেলের?”

 

Latest article