গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ স্থলভাগে ঘূর্ণিঝড় মিগজাউম (Michaung) আছড়ে পড়েছে। কমপক্ষে ৩ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলে। আবহাওয়া দফতর সূত্রে খবর সেই সময় ঝড়ের গতি ছিল ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঘূর্ণিঝড় এর ফলে হয়েছে অতিবৃষ্টি। আর তার প্রভাবে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬। অন্ধ্রপ্রদেশ থেকে যদিও কোন হতাহতের খবর নেই।
আরও পড়ুন-যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু কাণ্ডে ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ
মিগজাউমের ফলে চেন্নাই-সহ বেশ কয়েকটি জেলা জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হয়েছে। জলের তলায় রয়েছে তামিলনাড়ুর বিশাল অংশ। ভারতীয় নৌসেনা ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষদের উদ্ধার করতে নৌকা নামিয়েছে। বেশ কিছু জায়গায়, বাসিন্দাদের জন্য খাবারের প্যাকেট, পানীয় জলও বিতরণ করা হয়েছে। বড় বড় পাম্প লাগিয়ে জল নামানোর কাজ চলছে।
আরও পড়ুন-কৃষ্ণদের বিরুদ্ধে আজ বদলা চায় মোহনবাগান
এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তামিলনাড়ুর ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে ১৬ জন মানুষের প্রাণ যায় এবং সার্বিকভাবে অনেকটাই ক্ষতি হয়েছে। আমি মর্মাহত। আমার ভ্রাতৃসম মুখ্যমন্ত্রী স্ট্যালিন দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে বীরত্বের সাথে নেতৃত্ব দিচ্ছেন এবং আমি তাকে এবং চেন্নাই ও তামিলনাড়ুর দুস্থ মানুষদের প্রতি আমার সংহতি ও সমর্থন প্রকাশ করছি।’
My heart goes out to the disaster victims of Tamilnadu where the cyclone Michaung has taken a toll of 16 human lives and caused much damage otherwise too.
My brother CM Stalin @mkstalin is leading the disaster management operations valiantly, and I express my solidarity and…
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2023