কৃষ্ণদের বিরুদ্ধে আজ বদলা চায় মোহনবাগান

যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে শেষ ম্যাচেই এএফসি কাপ স্বপ্নের সলিলসমাধি হয়েছিল। ওড়িশা এফসি-র কাছে পাঁচ গোল হজম করে মোহনবাগান।

Must read

প্রতিবেদন : যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে শেষ ম্যাচেই এএফসি কাপ স্বপ্নের সলিলসমাধি হয়েছিল। ওড়িশা এফসি-র কাছে পাঁচ গোল হজম করে মোহনবাগান। গোল করে ও করিয়ে রয় কৃষ্ণ তাঁর পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন। ৯ দিন পর সেই যুবভারতীতেই ওড়িশার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ হুগো বুমোস, অনিরুদ্ধ থাপাদের সামনে। বুধবার আইএসএলে দু’দলের দ্বৈরথ ঘিরে উত্তাপ চড়ছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন-তারাপীঠে সরকারি অতিথিশালা পাচ্ছে ঝকঝকে আধুনিক চেহারা

এএফসি কাপে দল ব্যর্থ হলেও আইএসএলে সবুজ-মেরুনের জয়রথ ছুটছে। প্রথম দল হিসেবে লিগে প্রথম পাঁচ ম্যাচ টানা জিতেছে জুয়ান ফেরান্দোর দল। বুধবার কৃষ্ণদের হারিয়ে লিগে ছয়ে ৬ করতে চায় মোহনবাগান। তবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বদলার প্রশ্নে সতর্ক উত্তর ফেরান্দোর। সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ বললেন, ‘‘আমরা বদলার ম্যাচ মাথায় রেখে মাঠে নামব না। পরিকল্পনাতেও বিশেষ বদল হবে না। ওড়িশার বিরুদ্ধে এএফসি কাপ ম্যাচে পরিস্থিতি আলাদা ছিল। বসুন্ধরা কিংস ম্যাচের ফল জেনে যাওয়ায় আমাদের ছেলেরা চাপে পড়েছিল। কিন্তু আইএসএলে আমরা প্রথম পাঁচ ম্যাচ টানা জেতায় ভাল জায়গায় আছি। এবার আমাদের উপর কোনও চাপ নেই। তাছাড়া সবে পাঁচটা ম্যাচ আমরা খেলেছি। লিগে ২২টা ম্যাচ খেলতে হবে। আমরা গতবারের চ্যাম্পিয়ন। এবার খেতাব ধরে রাখার লক্ষ্যে খেলছি। লিগ ও শিল্ড দুটোই জিততে হবে। তাই বদলার ম্যাচ নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য।’’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অপেক্ষায় আলিপুরদুয়ার

কৃষ্ণকে আটকাতে আলাদা পরিকল্পনা থাকবে কি না জানতে চাওয়া হলে ফেরান্দো বলেন, ‘‘কৃষ্ণ ভাল খেলোয়াড়। কিন্তু আমরা বিপক্ষ দল নয়, নিজেদের নিয়েই ভাবছি। পরিকল্পনায় বিশেষ বদল হবে না। একই পরিকল্পনা থাকবে আমাদের।’’ মনবীর সিং ফিট। মঙ্গলবার মোহনবাগান মাঠে দলের সঙ্গে অনুশীলন করেছেন। তাঁকে খেলাতে পারেন জুয়ান। কিন্তু দিমিত্রি পেত্রাতোস এই ম্যাচেও হয়তো নেই। জেসন কামিন্স, লিস্টন কোলাসোরা গোল পাচ্ছেন না। শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দুই ডিফেন্ডার গোল করে জিতিয়েছেন। এটা নিয়ে চিন্তিত নন মোহনবাগান কোচ। বরং ব্রেন্ডন হ্যামিলরা গোল পাওয়ায় খুশি জুয়ান।

Latest article