মুখ্যমন্ত্রীর অপেক্ষায় আলিপুরদুয়ার

ফের একবার রাজ্যের প্রান্তিক জেলা সবুজ ঘেরা আলিপুরদুয়ার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ফের একবার রাজ্যের প্রান্তিক জেলা সবুজ ঘেরা আলিপুরদুয়ার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর নিজে হাতে তৈরি প্রিয় জেলা আলিপুরদুয়ারে আগামী ১০ ডিসেম্বর একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর আলিপুরদুয়ার সফর। বেশ কয়েক মাস পর মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফর নিয়ে উচ্ছ্বসিত এই জেলার বাসিন্দারা।

আরও পড়ুন-তারাপীঠে সরকারি অতিথিশালা পাচ্ছে ঝকঝকে আধুনিক চেহারা

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরি হচ্ছে। পাশাপাশি হেলিপ্যাড ও সার্কিট হাউস সাজিয়ে তোলা হচ্ছে। তিনি আগামী ৯ তারিখ কার্শিয়াং থেকে আলিপুরদুয়ার সার্কিট হাউস অথবা মালঙ্গী বনবাংলোতে থাকতে পারেন। সেই হিসেবেই প্রস্ততি চলছে জোরকদমে। হেলিপ্যাড সংস্কার করা হচ্ছে। চলছে মঞ্চের কাজ। এছাড়া সার্কিট হাউস নীল-সাদা রঙে সাজিয়ে তোলা হচ্ছে। যাতে কোনও খুঁত না থাকে, সেজন্য প্রশাসনিক আধিকারিকরা ছুটে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, মুখ্যমন্ত্রী ১০ ডিসেম্বর আসছেন। মালঙ্গী বাংলো অথবা সার্কিট হাউসে তাঁর থাকবার কথা আছে। এছাড়া প্যারেড গ্রাউন্ডে মঞ্চ হচ্ছে। সেখানে ৫০ হাজারের বেশি লোক জমায়েত হবে। মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা তুলে দেবেন সাধারণ উপভোক্তাদের হাতে।

Latest article