সংবাদদাতা, হাওড়া : কলকাতার পর এবার হাওড়াতেও এবার দেব-দীপাবলি। সোমবার সন্ধ্যায় বাঁধাঘাটের নয়া মন্দির (বঙ্গেশ্বর মহাদেব মন্দির) লাগোয়া গঙ্গার ঘাটে হয়ে গেল ওই দেব-দীপাবলী উৎসব। সেইসঙ্গে গঙ্গা-আরতিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃষীকেশের পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী মুনিজি। তিনিই গঙ্গার ঘাটে ১০০০টি প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন দেব-দীপাবলি উৎসবের।
আরও পড়ুন-গ্রামে শিক্ষকতা, সমস্যা মেটাতে বৈঠকে শিক্ষামন্ত্রী
ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, ফিকির প্রাক্তন সভাপতি সুধীর জালান, রাধেশ্যাম গোয়েঙ্কা, এইচ পি বুধিয়া, প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ-সহ আরও অনেকে। শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির কমিটির উদ্যোগে এবছরই প্রথম এইরকম দেব-দীপাবলি উৎসবের আয়োজন করা হল। রবিবারই কলকাতার বাজা কদমতলা ঘাটে দেব-দীপাবলি উৎসবকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। পরের দিন, সোমবারও কলকাতার যমজ শহর হাওড়ায় দেব-দীপাবলির উৎসবের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর আগ্রহ ছিল তুঙ্গে। গঙ্গার ঘাটে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল। প্রদীপ প্রজ্জ্বলন ও গঙ্গা আরতির পর ভোগ বিতরণও করা হয়।