ধ্বংস করেছে সিপিএম

Must read

৩৪ বছর রাজত্ব করেও হয়নি কোনও প্রকল্প। বাম আমল ধ্বংসের রাজনীতি করেছে। আর গড়ছে তৃণমূল কংগ্রেস। সোমবার জেলার চুঁচুড়ার ঘড়ির মোড়ে জনসভা থেকে এভাবেই বামেদের বিঁধলেন তৃণমূল আইটি সেলের চেয়াম্যান ও মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, সিপিএম ৩৪ বছর সরকার চালিয়েছে কিন্তু কেউ একটা প্রকল্প করেছে বলতে পারবে না। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করেছেন। এরপরই বিজেপির অনুন্নয়নের প্রসঙ্গ তুলে মোদি সরকারকে একহাত নেন তিনি। বলেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী আট হাজার কোটি টাকা দিয়ে নিজের জন্য পেন কিনে আনেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি-সহ একাধিক দাবিতে জনসভা করে তৃণমূল। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এদিনের জনসভা হয়। জনসভায় ছিলেন হুগলি জেলা সভাপতি অরিন্দম গুঁইন, মহিলা সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী-সহ তৃণমূলের অন্য নেতৃত্ব। প্রবল গরমে আবহাওয়া উপেক্ষা করেই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- মোকা আতঙ্কে হোটেল ব্যবসায়ীরা

Latest article