গুজরাতকে উড়িয়ে ছয়ে দিল্লি

গুজরাত টাইটান্স ৮৯ (১৭.৩ ওভার) দিল্লি ক্যাপিটালস ৯২/৪ (৮.৫ ওভার)

Must read

আমেদাবাদ: এবারের আইপিএলের সবথেকে ছোট ম্যাচ হল বুধবার। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals- Gujarat Titans) প্রথমে গুজরাট টাইটান্সকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে জয়ের রান তুলে নিল ৬৭ বল বাকি রেখে ৪ উইকেটে।
এই জয় দিল্লিকে আবার লাইম লাইটে নিয়ে এল। প্রথম দিকে পরপর হেরে ঘোর অনিশ্চয়তায় পড়েছিল রিকি পন্টিংয়ের দল। তার মধ্যে আবার চোট নিয়ে দেশে ফিরে গিয়েছেন মিচেল মার্শ। ইদানীং খেলতে পারছেন না ডেভিড ওয়ার্নারও। তাও চাপের ম্যাচ সহজেই বের করে নিয়ে গেল ঋষভ পন্থের উজ্জীবিত দিল্লি।
৯০ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছে দিল্লি। পৃথ্বী ৭, ম্যাকগুর্ক ২০, অভিষেক পোড়েল ১৫ ও সাই হোপ ১৯ রানে আউট হয়েছেন। শেষপর্যন্ত ঋষভ ১৬ ও সুমিত ৯ নট আউট থেকে দিল্লিকে ৬ উইকেটে জয় এনে দিয়েছেন।

আরও পড়ুন- রামনবমীতে মুখ থুবড়ে পড়ল বিজেপির মেরুকরণের চক্রান্ত

এই উইকেটে কোনও জুজু ছিল না। তাও ঘরের মাঠে ৮৯ রানে অল আউট হয়ে গেল গুজরাট টাইটান্স। একটা দলের সর্বোচ্চ রান ৩১। সেটাও এল একজন বোলার রশিদ খানের ব্যাট থেকে। এরপর এমন ব্যাটিং-ভরাডুবির আর কোনও ব্যাখ্যা দিতে হবে বলে মনে হয় না।
৪৭ রানের মধ্যে অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়েছিল গুজরাটের (Delhi Capitals- Gujarat Titans)। ১১ রানে প্রথম উইকেট শুভমনের (৮)। তারপর লাইন দিয়ে চলে গেলেন ঋদ্ধিমান (২), সাই সুদর্শন (১২), মিলার (২) ও মনোহর (২)। এমন নয় যে এরপরও ব্যাটার ছিল না গুজরাটের। কিন্তু তেওটিয়া ১০ রান করে ফিরে গেলেন। এরপর একমাত্র রশিদ খান ২৪ বলে ৩১ রান করে দলকে ৮৯ পর্যন্ত পৌঁছে দেন।
দিল্লির বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ১৪ রানে তিন উইকেট। তাঁর পাশে দুটি করে উইকেট নিয়েছেন ইশান্ত ও স্টাবস।
গুজরাট এবার বড় ধাক্কা খেয়েছে হার্দিককে হারিয়ে। তার উপর মহম্মদ শামি ছিটকে যান টুর্নামেন্ট থেকে। সিনিয়রদের মধ্যে ঋদ্ধিমানও মাঝে কিছু ম্যাচ খেলতে পারেননি চোটের জন্য। এরপর থাকলেন অধিনায়ক শুভমন গিল। তিনি ব্যাটে রান পাননি। অধিনায়ক হিসাবেও প্রশংসা পাননি এখনও। তার উপর দল হারছে। কঠিন সময় তাঁর সামনে।

Latest article