নয়াদিল্লি : মোদি সরকারের ‘ঔদ্ধত্য’ নিয়ে এবার প্রশ্ন তুলল আদালতও। প্রধানমন্ত্রী মোদির পিএম কেয়ার্স ফান্ড (PM Cares Fund) নিয়ে আদালতের প্রশ্নের জবাবে দায়সারা হলফনামা পেশ করে দিল্লি হাইকোর্টের ধমক খেল কেন্দ্রীয় সরকার। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্র মাত্র একপৃষ্ঠার হলফনামা জমা দেওয়ায় ক্ষিপ্ত দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের এই উদ্ধত মনোভাবে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতিরা। প্রসঙ্গত, পিএম কেয়ার্স ফান্ডের স্বচ্ছতা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে আদালতের নির্দেশে এক আন্ডার সেক্রেটারিকে দিয়ে মাত্র একপৃষ্ঠার দায়সারা হলফনামা পেশ করেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। এতে অসন্তুষ্ট দিল্লি হাইকোর্ট মন্তব্য করেছে, পিএম কেয়ার্সের আইনি কাঠামো সংক্রান্ত প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সেখানে এত সংক্ষিপ্ত জবাব কেন? প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মনিয়ম প্রসাদের বেঞ্চ সরকার পক্ষের আইনজীবীকে বলেছেন, এত গুরুত্বপূর্ণ ইস্যুতে শুধুমাত্র একপৃষ্ঠার হলফনামা? এর বাইরে কিছু না? আপনাদের বিস্তারিত হলফনামা দাখিল করা উচিত ছিল। এরপর দিল্লি হাইকোর্ট কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেছেন, বিষয়টি এত সহজ নয়। আমাদের বিস্তারিত উত্তর দরকার। কারণ বিষয়টি এরপর শীর্ষ আদালতেও যাবে। আগামী চার সপ্তাহের মধ্যে এ-বিষয়ে রিপোর্ট বেশ করতে বলেছে আদালত। এই মামলার আবেদনকারীর বক্তব্য, পিএম কেয়ার্স (PM Cares Fund) তহবিলটিকে সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদের আওতায় এনে সরকারের এক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হোক। এ-ছাড়াও ফান্ডের অডিট রিপোর্ট নির্দিষ্ট সময় অন্তর পেশ করা হোক। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, পিএম কেয়ার্স ফান্ডে স্বচ্ছতা রয়েছে এবং তার তহবিল একজন নিরীক্ষক দ্বারা পরীক্ষাও করা হয়।
আরও পড়ুন: বঙ্গে নারীশক্তির জাগরণ, জননেত্রীই কান্ডারি
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…