মুম্বই, ২১ মার্চ : পরপর দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেও সরাসরি মেয়েদের আইপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালে চলে
আরও পড়ুন-গ্রেফতার চাই আদানির, বিক্ষোভে উত্তাল রাজধানী
গেল দিল্লি ক্যাপিটালস। তারা এদিন হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্সকে। ফাইনালে ওঠার জন্য ইউপি-র বিরুদ্ধে এলিমিনেটর খেলতে হবে মুম্বইকে।
মঙ্গলবার লিগ পর্বের শেষ দিন ডাবল হেডার ছিল। হরমনপ্রীত কৌরের মুম্বই ৪ উইকেটে হারায় স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কিন্তু মেগ ল্যানিং, শেফালি ভার্মাদের দিল্লিও দাপটে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দেওয়ায় শীর্ষে থেকে তারাই ডব্লুপিএলের ফাইনাল নিশ্চিত করল। শেফালিদের নেট রান রেটে পিছনে ফেলে আগে ফাইনালের টিকিট পেতে এদিন বড় জয় পেতে হত হরমনপ্রীতদের। কারণ, দিল্লি নেট রান রেটে অনেক এগিয়ে ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি মুম্বইয়ের পক্ষে।
আরও পড়ুন-দিনের কবিতা
প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া আরসিবি এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে করে ৯ উইকেটে ১২৫ রান। মুম্বইয়ের হয়ে কিউয়ি লেগ স্পিনার অ্যামেলিয়া কের (৩ উইকেট) এবং ইংল্যান্ডের পেসার নাট সিভার (২ উইকেট) আরসিবি-কে স্বল্প রানে বেঁধে রাখেন। জবাবে মিলিত প্রয়াসে ২১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে দেয় মুম্বই। বল হাতে ভেল্কি দেখানোর পর ব্যাট হাতেও দাপট দেখিয়ে মুম্বইকে জেতাতে বড় ভূমিকা নেন অ্যামেলিয়া (অপরাজিত ৩১)। তিনিই হন ম্যাচের সেরা।
আরও পড়ুন-১০০ দিনের কাজে বঞ্চনা, ব্লকে ব্লকে দু’দিন প্রতিবাদ
মুম্বইয়ের জয়ের পর ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ৫ উইকেটে হারায় ইউপি-কে। ওয়ারিয়র্সের ১৩৮/৬ স্কোর ১৩ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে তুলে দেয় দিল্লি। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে দিল্লির জয়ের কান্ডারি ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি। ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তাঁর অবদান ৩৪ রান। ম্যাচের সেরাও তিনি।