পুড়ছে দিল্লি

ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। অন্যদিকে সপ্তাহের শুরুতেই কেরলে শুরু হয়েছে ভারী বর্ষণ

Must read

তীব্র দাবদাহে (summer) পুড়ছে দিল্লি (Delhi)। তবে শুধু দিল্লি নয়, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতেও চলছে তীব্র তাপপ্রবাহ। রবিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। যা এখনও পর্যন্ত চলতি গ্রীষ্মের সবচেয়ে উষ্ণতম দিন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন-পরিত্যক্ত জমিতে পঞ্চায়েত গড়ে দিল ছোটদের পার্ক

জারি করা হয়েছে কমলা সর্তকতা। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দিল্লির নজফগড়ে তাপমাত্রা ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম ভারতের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। অন্যদিকে সপ্তাহের শুরুতেই কেরলে শুরু হয়েছে ভারী বর্ষণ।

Latest article