রাজস্থানের বিরুদ্ধে জয়ের খোঁজে দিল্লি

সেই দুর্বলতা কাটিয়ে উঠে শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কীভাবে ঘুরে দাঁড়ায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি, সেদিকেই চোখ থাকবে সবার

Must read

গুয়াহাটি, ৭ এপ্রিল : শুরুতে পরপর দুই ম্যাচ হেরে চাপে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংদের দিল্লি ক্যাপিটালস। প্রথম জয়ের খোঁজে আজ রাজস্থান রয়্যালস ম্যাচকে পাখির চোখ করছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উঁচু মানের পেস বোলিংয়ের সামনে সমস্যায় পড়েছেন দিল্লির ব্যাটাররা। সেই দুর্বলতা কাটিয়ে উঠে শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কীভাবে ঘুরে দাঁড়ায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি, সেদিকেই চোখ থাকবে সবার।

আরও পড়ুন-নায়িকা নং ১

তবে দিল্লির কাজটা সহজ হবে না। রাজস্থান যথেষ্ট ভারসাম্যযুক্ত দল। একটাই অস্বস্তি রয়্যালস শিবিরে। জস বাটলার আঙুলে চোট পেয়ে এই ম্যাচ সম্ভবত খেলতে পারবেন না। আগের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পান। আঙুলে কয়েকটি সেলাই পড়েছে। বাটলারের টুর্নামেন্টে খেলা নিয়েই সংশয় রয়েছে। তবে অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে তরুণ দেবদূত পারিক্কল, যশস্বী জয়সোয়াল, ক্যারিবিয়ান ব্যাটার সিমরন হেটমেয়ারের মতো তারকা রয়েছেন রাজস্থান দলে। বোলিং বিভাগও তাদের শক্তিশালী। ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডারের মতো পেসারদের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের মতো স্পিনার রয়েছেন দলে। যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা। রাজস্থান প্রথম ম্যাচ জিতলেও পাঞ্জাবের বিরুদ্ধে অল্পের জন্য জয় হাতছাড়া করেছে তারা।

Latest article