আইপিএলে আজ ধোনি-রোহিত দ্বৈরথ

আইপিএলের এল ক্লাসিকো। শনিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।

Must read

মুম্বই, ৭ এপ্রিল : আইপিএলের এল ক্লাসিকো। শনিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দু’টি দলেরই এবারের আইপিএলে শুরুটা ভাল হয়নি। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই এবং চার বারের চ্যাম্পিয়ন সিএসকে তাদের প্রথম ম্যাচেই হেরেছে। তবে মহেন্দ্র সিং ধোনির দল পরের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও রোহিত শর্মারা তাঁদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন শনিবারই। তাই সিএসকে-কে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই।

আরও পড়ুন-রাজস্থানের বিরুদ্ধে জয়ের খোঁজে দিল্লি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুম্বইয়ের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। মিডল অর্ডারে তিলক ভার্মার ৮৪ রান ছাড়া বাকিদের তেমন কোনও অবদানই ছিল না। চেন্নাইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ঘরের মাঠে ব্যাটিং ইউনিটকে সফল দেখতে চান অধিনায়ক রোহিত। বিরাট কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের বোলাররাও সফল হননি। তাই জোফ্রা আর্চার, ক্যামেরন গ্রিনদের পরীক্ষা ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়েদের বিরুদ্ধে। সিএসকে-র ওপেনিং জুটি ছন্দে আছে। ঋতুরাজদের দ্রুত ডাগ আউটে ফিরিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে চায় মুম্বই। তবে মুম্বই শিবির অধিনায়ক রোহিতের ব্যাটে রান চায়। ঈশান কিশানের সঙ্গে ওপেনিং জুটি ক্লিক করলে স্কোরবোর্ডে বড় রান তোলার ক্ষেত্রে খুব একটা সমস্যায় পড়তে হবে না মুম্বইকে। রানে ফিরতে অনুশীলনে ধোনির ক্লাসে সময় কাটাতেও দেখা গিয়েছে ঈশানকে। সিএসকে অধিনায়ক ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনেন কি না, সেটাও দেখার। বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা রান পাচ্ছেন না। এই অবস্থায় আম্বাতি রায়াডু, শিবম দুবেদের আগে ধোনি নামলে অবাক হওয়ার নেই।

Latest article