করোনার পর ডেঙ্গুতে জেরবার রাজধানী

Must read

নয়াদিল্লি : করোনার পর এবার ডেঙ্গুতে জেরবার রাজধানী দিল্লি। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে। মৃত্যু হয়েছে একজনের। সরকারি হিসাবে এই মুহূর্তে দিল্লিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১,০০৬, যার মধ্যে শুধুমাত্র গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ২৮০ জন। সাধারণত প্রত্যেক বছর ডেঙ্গুর প্রভাব জুলাই থেকে নভেম্বরের মধ্যে দেখা যায়। কিন্তু এবছর রাজধানী শহরে অসময়ের বৃষ্টিতে সবকিছুই উলটপুরাণ। দিল্লি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ডেঙ্গুর প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ‘আদি বিজেপি’ তুলে দিয়ে তৃণমূলে যোগ জনজাতি নেতা পরীক্ষিতের

সুতরাং সেই অনুযায়ী মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন। ডেঙ্গুর লার্ভা সাধারণত স্বচ্ছ ও স্থির জলেই জন্মায়। ইতিমধ্যেই দিল্লি সরকারের পক্ষ থেকে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে প্রচার অভিযান ও ডেঙ্গুর মশা মারার জন্য কীটনাশক ছড়ানোর কাজও শুরু হয়ে গিয়েছে। তবে দিল্লির এক স্বাস্থ্য আধিকারিকের মতে, গত তিন বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা দ্রুত ছড়াচ্ছে রাজধানী দিল্লিতে। করোনা ভাইরাস এখনও বিদায় নেয়নি। তার মধ্যেই ডেঙ্গুর আক্রমণে চিন্তা বেড়েছে চিকিৎসক মহলের।

Latest article