আজ দিল্লি অর্ডিন্যান্স বিল রাজ্যসভায়, প্রস্তুতি ইন্ডিয়ার

বিল নিয়ে ভোটাভুটির দাবিও জানানো হবে। এই বিলের বিরুদ্ধে ভোট দিতে হুইল চেয়ারে করে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

Must read

প্রতিবেদন : সোমবার সপ্তাহের প্রথম দিনেই রাজ্যসভায় আসতে চলেছে দিল্লি অর্ডিন্যান্স বিল। ফলে রাজ্যসভায় ১০০ শতাংশ হাজিরার প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দিল্লি অর্ডিন্যান্স সংশোধিত কার্যবিবরণী তালিকায় আনা চলবে না। দিনের প্রথম সম্পূর্ণ কার্যবিবরণী তালিকায় রাখতে হবে দিল্লি অর্ডিন্যান্স বিল।

আরও পড়ুন-মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ

বিল নিয়ে ভোটাভুটির দাবিও জানানো হবে। এই বিলের বিরুদ্ধে ভোট দিতে হুইল চেয়ারে করে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। আসবেন বর্ষীয়ান নেতা শিবু সোরেনও। সোমবার রাজ্যসভায় পেশ হতে চলেছে বিলটি। তার আগে কিছুটা স্বস্তিতে ট্রেজারি বেঞ্চ। এখনও পর্যন্ত বিলটির বিরুদ্ধে রয়েছেন ১০৫ জন, বিলের পক্ষে ১১২ জন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য বিরোধী শিবিরের দরকার আরও ৮ জনের সমর্থন। সংখ্যাগরিষ্ঠতার কারণে লোকসভায় সমস্যা না হলেও, রাজ্যসভায় বিলটি পাশ করানো নিয়ে চাপে মোদি সরকার।

আরও পড়ুন-‘মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই?’ মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, দিল্লি ফিরে ক্ষুব্ধ সুস্মিতা

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, তৃণমূল নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বিআরএস। বিল নিয়ে ইতিমধ্যেই স্ট্যাটুইটরি রেজোলিউশন দিতে চলেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। ফলে বিলটি পেশ হলে তাঁকে বলার সুযোগ দিতেই হবে। তৃণমূলের রাজ্যসভার ১৩ জন সাংসদ এই বিলের বিরুদ্ধে ভোট দিতে তৈরি।

Latest article