মহিষাদলে তদন্তে দিল্লি পুলিশ

Must read

সংবাদদাতা, হলদিয়া : হনুমানজয়ন্তীর দিন দিল্লির জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri) হিংসার ঘটনার তদন্তে মঙ্গলবার মহিষাদল (Mahishadal) পৌঁছয় দিল্লি পুলিশের (Delhi Police) তিন সদস্যের তদন্তকারী দল। বুধবার যান কুমারপুর গ্রামে। মূল অভিযুক্ত ধৃত আনসার শেখের বাড়ি এই গ্রামেই। আরেক অভিযুক্ত ধৃত শেখ আসলামের বাড়ি মহিষাদলের কাঞ্চনপুরে। দিল্লিকাণ্ডে (Jahangirpuri) এদের যোগ রয়েছে জেনে এলাকার মানুষ হতভম্ব। চকদ্বীপা অঞ্চলের উপপ্রধান রফিকুল ইসলাম জানান, ‘আনসারের দিল্লিতে মোবাইলের দোকান, স্ক্র্যাপ লোহার ব্যবসা আছে। গ্রামে এলেই হিন্দু-মুসলিম নির্বিশেষে দুঃস্থ মানুষদের সাহায্য করত আনসার। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ ছিল না। বিজেপি (BJP) সরকারই বিভেদ সৃষ্টির জন্য মিথ্যা মামলা করছে।’ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দাবি, তদন্তে দিল্লির দলকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন-ব্রাত্য ও ফিরহাদকে লন্ডন পাঠাবেন মুখ্যমন্ত্রী!

Latest article