BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রী বললেন, দেশের মধ্যে নারী ক্ষমতায়নে নজির বাংলার

Must read

বাংলার অগ্রগতির পথে সক্রিয় অংশগ্রহণ রাজ্যের মহিলাদের। আর তা হয়েছে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। BGBS-এর মঞ্চে রাজ্যের নারী ক্ষমতায়নের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা হয়। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Goutam Adani) থেকে শুরু সব তাবড় শিল্পপতিরাই এই কথার উল্লেখযোগ্য। এরপরেই এই মঞ্চে বাংলায় নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: বাংলার আশা পূরণ করব: বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বললেন আদানি

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, বিধবাভাতা, বার্ধক্য ভাতা- সবেই দেশের মধ্যে অনন্য নজির সৃষ্টি করেছে বাংলা। মুখ্যমন্ত্রী জানান, ৩৪ শতাংশ থেকে বেড়ে নির্বাচিত মহিলা জন প্রতিনিধি এখন ৩৮ শতাংশ। এখনও পর্যন্ত দেড় কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হয়েছেন। আরও ৭০লক্ষ পাইপ লাইনে আছে। সব মিলিয়ে বাংলার আড়াই কোটি মহিলা এই সুবিধা পাবেন। কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প মেয়েদের শিক্ষার উন্নয়নে সাহায্য করছে। এ রাজ্যের মতো সামাজিক ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আর কোনও রাজ্যে নেই- জানান মুখ্যমন্ত্রী।

Latest article