দিল্লির মুকুটে আরও এক পালক। তবে এই মুকুট গর্বের নয়, বরং লজ্জার। ২০২২ সালের দূষিত শহরগুলির তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবেই। ২০২২ সালে বিশ্বের দশটি দূষিত রাজধানী শহরের তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকায় দিল্লি রয়েছে একেবারে শীর্ষে। তারপরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আরও পড়ুন-এত বিশ্রাম কেন কোচের : শাস্ত্রী
২০২১ সালেও বিশ্বের দূষিত রাজধানী শহরের তালিকায় দিল্লির ঠাঁই উপরের দিকেই ছিল। দিল্লি ছাড়াও দূষিত রাজধানী শহরের এই তালিকায় রয়েছে মাসকট, কাঠমাণ্ডু, বাগদাদ, তাসখন্দের মতো শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাফ জানিয়েছে, দিল্লির বাতাসের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। এমনিতেই দিল্লির বাতাসের পরিস্থিতি বেশ খারাপ। তার পরেও প্রতি বছরই দীপাবলির পর দিল্লির দূষণের মাত্রা আরও বাড়ে। দীপাবলির পর পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে নতুন ফসল উঠতে শুরু করে।
আরও পড়ুন-বাংলার নতুন রাজ্যপাল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস
ফসল ওঠার সঙ্গে সঙ্গেই ফসলের গোড়া পোড়ানো শুরু হয়। এ সময় ঠান্ডা আবহাওয়া এবং তুলনামূলক ভাবে বাতাস শান্ত থাকার কারণে দিল্লিতে দূষণ আরও বাড়ে। অবস্থা এতটাই খারাপ থাকে যে, দিল্লির আকাশ সারা দিন ঢেকে থাকে ধোঁয়াশায়। দিল্লিতে বাতাসের গুণমান খুব খারাপ বিভাগে পড়ে। এক পরিসংখ্যান বলছে, ভারতে বায়ুদূষণের জেরে প্রতি বছর অন্তত ২০ লক্ষ মানুষের মৃত্যু ঘটে।