বেঙ্গালুরু, ২৬ ফেব্রুয়ারি : মারিজানে কাপ ও শেফালি ভার্মা। একজন বল হাতে মাত্র ৫ রান খরচ করে ৩ উইকেট নিলেন। অন্যজন ব্যাট হাতে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকালেন। ২০ রানে ৪ উইকেট নিলেন রাধা যাদব। নিটফিল, ইউপি ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে মেয়েদের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন-লক্ষ্য লোকসভা, দায়িত্ব বণ্টন করলেন মুখ্যমন্ত্রী
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছিল ইউপি। শ্বেতা শেরাবত একাই ৪২ বলে ৪৫ করে দলের রানকে একশোর গণ্ডি পার করতে সাহায্য করেন। শূন্য রানে আউট হন ওপেনার দীনেশ ভিন্দ্রা। তিন নম্বরে ব্যাট করতে নামা টালিয়া ম্যাকগ্রা আউট হন ১ রান করে। চাপ আরও বাড়ে অ্যালিসা হিলি (১৩) এবং গ্রেস হ্যারিস (১৭) পরপর আউট হলে। কিরণ নভগিরেও (১০) খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ফলে স্কোরবোর্ডে মাত্র ৫৭ রান তুলতে না তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল ইউপি। এই পরিস্থিতিতে শ্বেতা একাই দলকে টেনেছেন।
রান তাড়া করতে নেমে শেফালি ও মেগ ল্যানিং ওপেনিং জুটিতেই ঝড়ের গতিতে ১১৯ রান যোগ করে ফেলেন। ল্যানিং ৪৩ বলে ৫১ রান করে আউট হলেও, শেফালি ৪৩ বলে ৬৪ রান করে নট আউট থেকে যান। ৪ রানে নট আউট থাকেন জেমাইমা রডরিগেজ। ১৪.৩ ওভারে ১ উইকেটে ১২৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। ম্যাচের সেরা কাপ।