চার্চে প্রার্থনার সময় গুলি, মৃ.ত ১৫

রবিবার এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার না করলেও দেশের এই অঞ্চল সম্প্রতি বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে।

Must read

প্রতিবেদন : পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে একটি চার্চে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল ১৫ জনের। আহত বেশ কয়েকজন। রবিবার এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার না করলেও দেশের এই অঞ্চল সম্প্রতি বেশ কয়েকবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে।

আরও পড়ুন-শেফালি-রাধার দাপটে জয়ী দিল্লি

বুরকিনা ফাসোর উত্তর-পূর্বে এসাকানে গ্রামের একটি চার্চে প্রার্থনা চলাকালীন হামলা চালায় দুষ্কৃতীরা। চার্চের তরফে জানানো হয়, সশস্ত্র দুষ্কৃতীদের দল বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। হাসপাতালে আরও ২ জন মারা যান। আহত আরও ৩ জন। সম্প্রতি পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো, নাইজার, মালি সহ কয়েকটি প্রতিবেশী দেশে ফরাসি সেনা প্রত্যাহার উদযাপন নিয়ে উৎসব পালন করা হয়। কিন্তু ইতিমধ্যেই বুরকিনা ফাসো সন্ত্রাসবাদী হামলায় জর্জরিত। দেশের সেনা উত্তর-পূর্ব দিকে সন্ত্রাসবাদী, বন্দুকবাজদের নিয়ন্ত্রণে ব্যস্ত। তারই মধ্যে রবিবারের ঘটনায় একসঙ্গে মৃত্যু হল ১৫ জনের।

Latest article