সংবাদদাতা, বারাকপুর : বিজেপির গোষ্ঠীকোন্দল আবারও প্রকাশ্যে। দলের মধ্যে শুভেন্দু-বিরোধীদের সংখ্যা বাড়ছে। বাড়ছে ক্ষোভ। বিরোধী দলনেতার বিরুদ্ধে তারা নানাভাবে সোচ্চার হচ্ছে। তারই জেরে হলদিয়ার পরে এবার শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ‘চোর চোরটা’ লেখা পোস্টার পড়ল খড়দহ থানা এলাকায়। শুধুমাত্র খড়দহ থানার দেওয়ালি নয়, খড়দহ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এইরকম পোস্টার লাগানো হয়েছে।
আরও পড়ুন-দলে শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত নয়, বার্তা জেলা তৃণমূল নেতৃত্বের
বিজেপির অভিযোগ, এসব শাসকদলের পোস্টার দিচ্ছে। আগে তো তারা সিআইডি তদন্ত চাইত, এখন কেন সিবিআই তদন্ত চাইছে। তৃণমূল কংগ্রেস নেতা সায়ন মজুমদারের দাবি, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের জের। তৃণমূলের এমন দুর্দিন আসেনি যে, রাতের অন্ধকারে কিছু করতে হবে। করতে হলে দিনের আলোয় তারা করবে। আর সিবিআইতে তৃণমূলের ভরসা নেই। বিজেপিই সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এটা বিজেপি জানে তাই বিজেপিই পোস্টার লাগিয়ে সিবিআই তদন্ত চাইছে।
আরও পড়ুন-খনিগর্ভে বিস্ফোরণের জেরে ধস, আতঙ্কে লাউদোহা
এদিন নবান্ন অভিযানের প্রাক্কালে হুগলিতে গিয়ে স্থানীয় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। তারকেশ্বরের চাউলপট্টি এলাকায়। বিক্ষুব্ধদের দাবি, তাঁরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না। এছাড়া সারের দাম বৃদ্ধি-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।