প্রতিবেদন : মণিপুরের অশান্তি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক চেয়ে আলোচনার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্রিজলালকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মণিপুরের অশান্তির নিন্দা করে বিবৃতি জারি করেছে নাগরিক সমাজও। মণিপুরের পরিস্থিতি নিয়ে বিরোধীদের দাবি, অবিলম্বে সে-রাজ্যে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাতে হবে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু করার আবেদনও জানানো হয়েছে।
আরও পড়ুন-সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সাংসদ ডেরেক ও’ব্রায়েন চিঠিতে লিখেছেন, মণিপুরের অশান্তি নিয়ে আলোচনা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য অবিলম্বে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা প্রয়োজন। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বহু গির্জায় ভাঙচুর করা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছুঁয়েছে এবং এটিএমের সামনে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। চিঠিতে তৃণমূল সাংসদ উল্লেখ করেছেন, মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি সেখানকার বাসিন্দাদের নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে, হাজারেরও বেশি মানুষ আহত। দেখামাত্র গুলি করার নির্দেশ রাজ্যজুড়ে ভীতির আবহ তৈরি করেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকে সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হোক।
আরও পড়ুন-খাদ্যশস্য বিক্রির নিয়ম বদল কেন্দ্রের, নতুন সিদ্ধান্তে কোপ পড়তে চলেছে রাজ্যগুলির
অন্যদিকে, মণিপুরের অশান্তির নিন্দা করে বিবৃতি জারি করেছেন নাগরিক সমাজের ৫০০ জন সদস্য। বিবৃতিতে স্বাক্ষর করেছেন রাজ্যসভার আরজেডি সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী শবনম হাসমি, কবিতা কৃষ্ণন। এছাড়াও বহু সংগঠন, শিক্ষাবিদ, সাংবাদিক এবং আইনজীবীর স্বাক্ষর রয়েছে এই বিবৃতিতে। মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন কংগ্রেস সহ মণিপুরের ১০টি বিরোধী দলের নেতা।