কর্নাটকে স্কুলের সিলেবাস থেকে বাদ সাভারকর, হেডগেওয়ার

পাশাপাশি মন্ত্রিসভার সিদ্ধান্ত, এবার থেকে সমস্ত স্কুল ও কলেজে প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করা হবে।

Must read

প্রতিবেদন : কর্নাটকের বিধানসভা ভোটের আগে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছিল রাজ্যের শিক্ষানীতি বদলের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চালু করা জাতীয় শিক্ষানীতি বদলানোর প্রতিশ্রুতি ছিল সেখানে। প্রতিশ্রুতিমতো এবার সেই পথে হেঁটেই, কর্নাটকের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল পাঠ্যসূচি থেকে বিনায়ক দামোদর সাভারকর এবং আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের জীবনী বাদ দিতে উদ্যোগী হয়েছে কংগ্রেস।

আরও পড়ুন-মণিপুর নিয়ে জরুরি বৈঠকের দাবি

কংগ্রেসের ইস্তাহার কমিটির সহ-সভাপতি মধু বঙ্গরাপ্পা বর্তমানে কর্নাটকের স্কুল শিক্ষামন্ত্রী। স্কুল পাঠ্যপুস্তক সংশোধনের অংশ হিসেবেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে। পরিবর্তিত অংশগুলির পরিবর্তে সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ সাবিত্রীবাই ফুলে, ইন্দিরা গান্ধীকে লেখা ব্রিটিশের জেলে বন্দি জওহরলাল নেহরুর চিঠি এবং আম্বেদকরের কবিতার উপর অধ্যায় যুক্ত করা হচ্ছে। পূর্ববর্তী বিজেপি সরকারের আনা পরিবর্তনগুলিকে সরিয়ে নতুন পাঠ্যক্রম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কর্নাটক সরকার চলতি শিক্ষাবর্ষের জন্য রাজ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কন্নড় এবং সামাজিক বিজ্ঞানের পাঠ্যপুস্তকের সংশোধনের অনুমোদন দিয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার সিদ্ধান্ত, এবার থেকে সমস্ত স্কুল ও কলেজে প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করা হবে।

Latest article