কমিশনে জোর সওয়াল, বাতিল ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের দাবি

Must read

প্রতিবেদন : ফের মুখ পুড়ল বিজেপি ও দলবদলু গদ্দারের। ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের ২৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি খারিজ করে দিল কমিশন। বিজেপির করা আবেদনের ভিত্তিতে রবিবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ শুনানি চলে। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সঞ্জয় বসু জোর সওয়াল করেন কমিশনের শুনানিতে। বিজেপির দাবির পাল্টা যুক্তিতে আইনজীবী সঞ্জয় বসু বুঝিয়ে বুঝিয়ে দেন কেন ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের প্রয়োজন নেই। তাঁর অকাট্য যুক্তি ও তথ্য-প্রমাণ পেশের পর বিজেপির আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন।
সপ্তম ও শেষ দফার ভোটে পূর্ব ঘোষণামতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্রের কোনও বুথে যাননি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। বিজেপির শত প্ররোচনা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা ঠান্ডা রেখে ভোট পর্ব সাঙ্গ করেছেন। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। হার নিশ্চিত বুঝতে পেরে আগে থেকেই নানা অজুহাত দিয়ে রাখতে ফন্দি-ফিকির করেছে গদ্দার ও বিজেপি। কিন্তু তাদের শত চেষ্টাতেও কোনও কাজ হল না। নির্বাচন কমিশনে উড়ে গেল তাদের অনায্য দাবি।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে পানীয় জলের সমস্যা মিটল শিলিগুড়িবাসীর

Latest article