প্রতিবেদন : গোটা দেশে অনলাইনে রেশন ব্যবস্থা চালু করেছে কেন্দ্রের মোদি সরকার। এই ব্যবস্থায় বিরাট সমস্যায় পড়েছে গ্রাম-বাংলার মানুষ। প্রযুক্তির জটিলতায় রেশনের সামগ্রী না পেয়ে ফিরতে হচ্ছে অনেককেই। সমস্যার সমাধান চেয়ে মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারপার্সন লকেট চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হলেন রেশন ডিলাররা।
আরও পড়ুন-পুলিশের তরফে শারদ সম্মান
এদিনের বৈঠকে গোটা দেশে রেশন বণ্টনে বাংলা মডেল চালু করার দাবিও তোলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, রেশনের মাধ্যমে চাল, ডাল, গম, তেলের মতো খাদ্যসামগ্রী সরাসরি বিতরণ করতে চায় কেন্দ্র। বৈঠকের পর এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে রেশন ডিলারদের পক্ষে বিশ্বম্ভর বসু বলেন, রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক পদ্ধতির নানা সুবিধা, অসুবিধা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে।
আরও পড়ুন-সিএএর বিরুদ্ধে ঝড় উঠবে বিধানসভার শীতকালীন অধিবেশনে সর্বদলীয় প্রস্তাব আনবে তৃণমূল
তিনি বলেন, অনেক ক্ষেত্রে গ্রাহকের আঙুলের ছাপ মেলে না, অনেক সময় ওটিপি আসে না, সার্ভার বন্ধ থাকায় বহু গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা চাই সাধারণ মানুষ রেশন পাওয়া থেকে যেন বঞ্চিত না হন। আমাদের প্রস্তাব, আঙুলের ছাপ বা বায়োমেট্রিকের পরিবর্তে আধার নম্বরের মাধ্যমে ই-পস ব্যবস্থায় রেশন দেওয়ার বিকল্প পদ্ধতি চালু হোক। ডিলারদের তরফে সাংসদকে প্রস্তাব দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে যেভাবে রেশন ব্যবস্থা চালু রেখেছে, সারা দেশে এই ব্যবস্থা চালু করা হোক। সেই সঙ্গে তাঁরা আরও প্রস্তাব দেন রেশনে যে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে তা যদি চটের ব্যাগ ভরে দেওয়া শুরু করা হয় তাহলে চটশিল্পও উপকৃত হবে।