সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গু মোকাবিলায় এবার প্রতি ওয়ার্ডে চিকিৎসাকেন্দ্র খুলছে হাওড়া পুরসভা। ‘আরবান হেলথ অ্যান্ড ওয়েলসেন সেন্টার’ নামের ওই চিকিৎসাকেন্দ্রের প্রত্যেকদিন অন্যান্য সরকারি হাসপাতালের মতোই ‘আউটডোর’ পরিষেবা চলবে। একজন মেডিক্যাল অফিসার রোগী দেখবেন। ওই চিকিৎসাকেন্দ্রগুলিতে বর্হিবিভাগের পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষারও ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন-বাঁকুড়ার জঙ্গলে রহস্যময় গুহা! হতে পারে পর্যটন কেন্দ্র
সম্প্রতি ৯, ২৫ ও ৪৮ নম্বর ওয়ার্ডে তিনটি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেছেন হাওড়ার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি জানান, ‘হাওড়ার পুর এলাকার ৫০টি ওয়ার্ডের প্রতিটিতেই একটি করে এরকম আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু হচ্ছে। প্রথম পর্যায়ে ১১টি জায়গাকে চিহ্নিত করে সেখানে কয়েক দিনের মধ্যেই এই কেন্দ্র চালু হবে। ৩টি ওয়ার্ডে এই কেন্দ্র চালু করে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি শুরু হল। এখানে আউটডোর, রক্ত পরীক্ষা-সহ সমস্ত রোগের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। প্রতিটি কেন্দ্রেই একজন করে মেডিক্যাল অফিসার থাকবে। শহরের প্রতিটি কেন্দ্রেই এই সেণ্টার চালু হবে।’ হাওড়া পুরনিগমের অধীন ১৯টি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেই এইরকম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু হওয়ায় বেজায় খুশি শহরবাসী। এর ফলে ডেঙ্গু মোকাবিলার লড়াই আরও জোরালো হবে বলে মনে করছেন পুর আধিকারিকরা।