গরু-মোষে থানা খাটাল

হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো বিহার, উত্তরপ্রদেশ থেকে আগত ২৩টি গরুবোঝাই লরি আটক করে পুলিশের হাতে দেওয়ার পর।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : এ একেবারে হিতে-বিপরীত। নরক গুলজারও বলা চলে। ২৩টি গাড়িবোঝাই ১৩৯টি গরুমোষ আটক করা হয়েছে। আর সেগুলো নিয়ে যে এমন ঘোর বিপাকে পড়তে হবে কে জানত! একদিনেই থানার বিশাল চত্বর ভরে গিয়েছে পশুর মলমূত্রে। তার ওপর ওদের খাবারও দিতে হচ্ছে। পুলিশ বলছে, গরু দেখব, না আইনশৃঙ্খলা!

আরও পড়ুন-হাওড়ায় ৫০ ওয়ার্ডেই ডেঙ্গুর রক্ত পরীক্ষা

এমন অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে রবিবার রাতে। হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো বিহার, উত্তরপ্রদেশ থেকে আগত ২৩টি গরুবোঝাই লরি আটক করে পুলিশের হাতে দেওয়ার পর। সোমবার পুলিশ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তুললে বিচারক পাঁচজনকে ১০ দিনের পুলিশি হেফাজত ও বাকি ২৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।

আরও পড়ুন-বাঁকুড়ার জঙ্গলে রহস্যময় গুহা! হতে পারে পর্যটন কেন্দ্র

এখন মূল সমস্যা দাঁড়িয়েছে এতগুলি গরু-মোষকে দেখাশোনা করার। তবুও থানা চত্বরটা অনেকটা বড়, অনেকগুলো গাছও আছে। সেখানেই বেঁধে রাখা হয়েছে। রাখতে হয়েছে আটক হওয়া ট্রাকগুলিকেও। পুলিশ থানায় বসে কাজই করতে পারছে না দুর্গন্ধে। এতগুলি পশু নিয়ে কী করা হবে ভেবে ভেবে আকুল পুলিশকর্তারাও।

Latest article