যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিলল ডেঙ্গির লার্ভা, ক্ষুব্ধ ডেপুটি মেয়র

বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে বেশকিছু মৃত্যুর ঘটনাও ঘটছে। কিন্তু ডেঙ্গি রুখতে টানা নজরদারি চালিয়ে যাচ্ছে পুরসভা ও রাজ্য স্বাস্থ্য দফতর

Must read

প্রতিবেদন : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে বেশকিছু মৃত্যুর ঘটনাও ঘটছে। কিন্তু ডেঙ্গি রুখতে টানা নজরদারি চালিয়ে যাচ্ছে পুরসভা ও রাজ্য স্বাস্থ্য দফতর। এই আবহে এবার বৃহস্পতিবার ‘মশার আঁতুড়ঘর’ যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি সতর্কতায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খুঁটিয়ে দেখেন তিনি। বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন ডেপুটি মেয়র।

আরও পড়ুন-ট্রুডো এবার সরব রাশিয়ার বিরুদ্ধেও

৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না সরেজমিনে তা দেখেন ডেপুটি মেয়র। ক্যাম্পাসের মধ্যে একাধিক জায়গায় জমে থাকা জলে মশার লার্ভা দেখে ক্ষুব্ধ হন ডেপুটি মেয়র। তাঁর সঙ্গে ছিলেন এনটেমোলজিস্টরাও। যাদবপুরের আগে ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনিতেও তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান অতীন ঘোষ। ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।

Latest article