সংবাদদাতা, কালনা : রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমানে ধান ও পাটচাষের পাশাপাশি রবিশস্য ও অন্যান্য চাষ হয়। কিন্তু চাষের খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বা জ্বালানিচালিত পাম্প ব্যবহার করে সেচকাজ চালিয়ে যেতে সেচের জন্য জলের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।
আরও পড়ুন-রামমন্দির উদ্বোধনের দিন মদের দোকান বন্ধের আবেদন খারিজ হাইকোর্টে
এবার কালনায় সেচের কাজে ব্যবহারের জন্যে সরকারি উদ্যোগে চালু হয়েছে সোলার পাম্প। এর ফলে বিদ্যুতের খরচ থেকে বাঁচবেন কৃষকেরা। চাষের ক্ষেত্রে তাঁরা লাভবান হবেন বলেই জেলা কৃষি দফতরের ধারণা। তাই এই দফতরের উদ্যোগে সেচের খরচ কমাতে সৌরবিদ্যুৎচালিত পাম্প বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কালনা মহকুমার চার কৃষককে সোলার পাম্প দেওয়া হয়েছে। কালনা ১, পূর্বস্থলী ১ ও ২ ব্লকের চার কৃষক সোলার সিস্টেমে পাম্প পেয়েছেন সরকারের তরফে। এতে খুশি তাঁরা। কালনা মহকুমা সহকারী কৃষি আধিকারিক পার্থ ঘোষ বলেন, সোলার পাম্প সেচকাজে ব্যবহার করে চাষিরা উপকৃত হবেন, খরচও বাঁচবে। পরে অন্য ব্লকেও রাজ্যের উদ্যোগে সোলার পাম্প দেওয়া হবে বলে জানা গিয়েছে।