প্রতিবেদন : বর্ষাকালের শুরুতে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি দেখা যায়নি। তবে বর্ষা শেষের আগে সেই ঘাটতি পূরণ হলেও হতে পারে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। গত দু’ সপ্তাহ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি, কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস। দিনভর চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ঝোড়ো হাওয়া। সোমবারও বৃষ্টি দক্ষিণবঙ্গে সারাদিন। মঙ্গলবার নিম্নচাপটি ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে চলে যাবে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গে ফের বৃষ্টি হচ্ছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে প্লাবিত উপকূলবর্তী বহু এলাকা, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হল মানুষকে