সংবাদদাতা, দিঘা : মরশুমের একেবারে শুরুতে ফের নিম্নচাপের (Depression) সতর্কতা। ফলে সমুদ্রে ইলিশ শিকারে যাওয়া মৎস্যজীবীরা বেশ হতাশ। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে রবিবার ও সোমবার সমুদ্র উত্তাল হতে পারে। তাই ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলারগুলিকে অতি দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে মৎস্যদফতর। মরশুমের শুরুতেই সবেমাত্র ট্রলারগুলি একটি করে টিপ সেরেছে। তারপর মাত্র দু’দিন হল মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিল। আর তারই মধ্যে আবহাওয়া খারাপের জন্যে ফিরে আসতে হলে বড় লোকসানের মুখে পড়তে হবে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের। এমনটাই জানিয়েছেন দিঘার মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা। দিঘা, পেটুয়াঘাট-সহ পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের দাবি, গত বছরও একইভাবে বারবার নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের ব্যাপক লোকসান হয়েছিল। আর এবার মরশুমের শুরু থেকেই ফের নিম্নচাপ (Depression) তার কুপ্রভাব দেখাতে শুরু করেছে। আবহাওয়াবিদদের দাবি, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্রস্পৃষ্ট থেকে ৭.৬ কিমি ওপরে অবস্থান করছে। এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপের জেরে সাগরে হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে। আবার এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে হতাশ উপকূলের মৎস্যজীবীরা। কারণ বর্ষার শুরুতে এই সময়টাই মূলত ইলিশ ধরার মরশুম। কাজেই বাঙালির পাতে রূপালি শস্য ইলিশ সরবরাহে ফের নিম্নচাপ ‘ভিলেন’ হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে মৎস্যজীবীরা।
আরও পড়ুন- আদ্রায় নিহত ধনঞ্জয়ের পরিবারের পাশেই দল