রেল (Railways) আতঙ্ক কাটছেই না। ফের আজ বড়সড় বিপদের থেকে রক্ষা পেল শিয়ালদহ (Sealdah) শাখার লোকাল ট্রেন। আজ, শনিবার সকালে ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের (Kalyani Simanta Majherhat local) একটি চাকা লাইনচ্যুত হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন-ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে রাহুল নবীনকে নিয়োগ করল কেন্দ্র
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকালে দমদম ঢোকার মুখে ৩০১২৮ নম্বরের ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। রেল সূত্রে খবর, কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে পূর্বরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ‘একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ সকালের ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটায় লোকাল ট্রেন চলাচল কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। ট্রেনটি ৫ নম্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তবে সাধারণ যাত্রীদের আতঙ্ক এখনো কাটেনি।