শনিবার সকালে লাইনচ্যুত কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকালে দমদম ঢোকার মুখে ৩০১২৮ নম্বরের ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়

Must read

রেল (Railways) আতঙ্ক কাটছেই না। ফের আজ বড়সড় বিপদের থেকে রক্ষা পেল শিয়ালদহ (Sealdah) শাখার লোকাল ট্রেন। আজ, শনিবার সকালে ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের (Kalyani Simanta Majherhat local) একটি চাকা লাইনচ্যুত হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন-ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে রাহুল নবীনকে নিয়োগ করল কেন্দ্র

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকালে দমদম ঢোকার মুখে ৩০১২৮ নম্বরের ডাউন কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালের একটি চাকা লাইনচ্যুত হয়। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। রেল সূত্রে খবর, কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে পূর্বরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ‘একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ সকালের ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটায় লোকাল ট্রেন চলাচল কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। ট্রেনটি ৫ নম্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তবে সাধারণ যাত্রীদের আতঙ্ক এখনো কাটেনি।

Latest article