ডার্বি ইস্টবেঙ্গলের

কিন্তু সুহেলের শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব। এরপর সংযুক্ত সময়ে (৯৭ মিনিটে) শ্যামলের গোলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।

Must read

প্রতিবেদন : সপ্তাহখানেক আগেই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট (আরএফডিএল) লিগে মোহনবাগানের কাছে পাঁচ গোল হজম করার লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে (EastBengal)। সেই একই মাঠে লিগের পূর্বাঞ্চলীয় পর্বে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে ফিরতি ডার্বি জিতে মোহনবাগানকে জবাব লাল-হলুদের। বারাকপুর স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারাল বিনো জর্জের ইস্টবেঙ্গল। দুর্দান্ত খেলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা। দু’জনেই একটি করে গোল করেন।
ম্যাচে ইস্টবেঙ্গলের আধিপত্য থাকলেও মোহনবাগানও খেলায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। সুহেল পেনাল্টি মিস করে সবুজ-মেরুন সমর্থকদের হতাশা বাড়ান। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। শ্যামলের দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন পেরোলেও রেফারির দৃষ্টি এড়িয়ে যায়।
ম্যাচের ৬২ মিনিটে সায়নের গোলে এগিয়ে যায় বিনোর দল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু সুহেলের শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব। এরপর সংযুক্ত সময়ে (৯৭ মিনিটে) শ্যামলের গোলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।

Latest article