প্রতিবেদন : মুখে নয়, কাজে করে দেখাক বিজেপি। ভোটে ফায়দা পাওয়ার লক্ষ্যে শুধু বিল এনেই দায়িত্ব শেষ হয় না, সামনের লোকসভা ভোটে নিজেদের দল থেকে ৩৩ শতাংশ মহিলাকে প্রার্থী করে দেখাক নরেন্দ্র মোদির দল। সেটা না করলে বোঝা যাবে পুরোটাই তাদের ধাপ্পাবাজি। ভোটের আগে চমক দিয়ে নজর ঘোরানোর চেষ্টা।
আরও পড়ুন-যাদবপুরে রাত দশটার পর বন্ধ হস্টেলের গেট
মহিলা সংরক্ষণ বিল নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দলকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। বললেন, হিম্মত থাকলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই ৩৩ শতাংশ মহিলা প্রার্থী দিয়ে সংসদে জিতিয়ে আনুক বিজেপি। এর জন্য বিলের প্রয়োজন নেই। দরকার সঠিক দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছা।
আরও পড়ুন-কৃষক সেতুর পাশে নতুন সেতু গড়ার কাজে একধাপ এগোল জেলা পূর্ত দফতর
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এই প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৮ সালের ১৪ জুলাই একজন মহিলা সাংসদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিলের কথা বলেছিলেন। তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করার পর ৪০ শতাংশ মহিলাকে সাংসদ হিসেবে লোকসভায় পাঠিয়েছেন। এখন কি বিজেপির থেকে আমাদের শিখতে হবে? বিজেপির কাছ থেকে মহিলা বিল নিয়ে জ্ঞান শুনতে হবে? যখন নির্বাচন আসে, তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নানা কায়দায় চমক দিতে থাকেন। কিন্তু এসবে আর লাভ হবে না। শুধু কথায় নয়, কাজেও করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিজেপি মহিলা বিল এনে ৬-১০ বছরের মধ্যে সশক্তিকরণ ঘটাবে! এই জুমলা আর কতদিন?
এদিন রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। পক্ষে ভোট পড়ে ২১৫। বিপক্ষে কোনও ভোট পড়েনি।