ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন ডেরেক ওব্রায়েন। মূলত প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড ভ্যাকসিন দেওয়ার ঘটনাকে কেন্দ্রীয় তথ্যকে সামনে রেখেই এক হাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ।
আরও পড়ুন-করোনার চিকিৎসায় ব্যবহার করা যাবে না হাইড্রক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন
তিনি এক ব্যক্তির দেওয়া একটি তথ্য টুইট করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অন্য কোনও মন্ত্রী কিংবা কোনও সাংসদ, আপনারা বলুন যে জন্মদিন উপলক্ষ্যে ওই ভ্যাকসিন তথ্য কী সম্পূর্ণ মিথ্যা ছিল না। যদি তা না হয় তাহলে আমি এই টুইট ডিলিট করে দেব”। কো-উইনের টুইট করা তথ্যে কী দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে যে, বিহার গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে ১৭ সেপ্টেম্বর ২০২১এর আগের এক সপ্তাহে প্রতি এক লক্ষ জনের মধ্যে গড়ে২২.৫ জন ভ্যাকসিন পেয়েছেন। সারা দেশের বিচারে ৬৯.৫ জন মানুষ ভ্যাকসিন পেয়েছেন। ১৭ সেপ্টেম্বর ২০২১এর পরে এক সপ্তাহে ওই পাঁচ রাজ্যেই প্রতি এক লক্ষ জনের মধ্যে গড়ে ২৫.৪ জন মানুষ ভ্যাকসিন পেয়েছেন। সারা দেশের বিচারে ৭৬.৬ জন মানুষ ভ্যাকসিন পেয়েছেন। ১৭ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপ্তির গড় ওই পাঁচ রাজ্যে ১৫২.২ জন।হয়ে গিয়েছে। সারা দেশে ওই দিন প্রতি লক্ষে ২২৮.৮ জন ভ্যাকসিন পেয়েছেন।
আরও পড়ুন-সন্ত্রাসে পাক মদত ভারত ও আমেরিকা দু’দেশেই বিপদ
ঘটনা হল সম্প্রতি ঠিক এই বিষয় নিয়েই প্রশ্ন তুলেছিলেন সাকেত গোখালে। তিনি বলেছিলেন “আমরা এখন দিন প্ৰতি ২ কোটি ভ্যাকসিন প্রদান করতে সক্ষম।” তিনি বলেছিলেন তাহলে ১৮ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া উচিৎ। তথ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই একদিনই ভ্যাকসিন প্রদানের পরিমাণ এতটা বেড়ে গিয়েছিল।