আইন তৈরির আগে বিলের খুঁটিনাটি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করে এবং বিরোধীদের মতামত এড়িয়ে অবিশ্বাস্য দ্রুততায় সংসদে একের পর এক বিল পাশ করাচ্ছে মোদি সরকার। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আলোচনাকে পাশ কাটিয়ে বিল পাশ করানো হচ্ছে সংসদের চলতি অধিবেশনে। সরকারের এই মনোভাবকে অগণতান্ত্রিক বলে কটাক্ষ করে এবার ট্যুইট করলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। সংসদে ঝটিতি বিল পাশ করানোর প্রবণতা দেখে তাঁর মন্তব্য, বিল পাশ হচ্ছে না কি পাপড়িচাট তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন-দেড় বছর পরে ত্রিপুরায় ক্ষমতায় তৃণমূল: “আবার আসব, পারলে আটকান” বিপ্লবকে চ্যালেঞ্জ অভিষেকের
বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই প্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেসের নিশানায় নরেন্দ্র মোদি সরকার। গত দুই সপ্তাহে সরকারের বিল পাশ করানো এবং তার জন্য সময়সীমা বরাদ্দের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সোমবার সংসদের চলতি অধিবেশনের তৃতীয় সপ্তাহ শুরু হয়েছে। বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস আড়িকাণ্ড, নতুন কৃষি আইন বাতিলের দাবি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে সরগরম ছিল সংসদের দুই কক্ষই। বিরোধীদের প্রশ্নবাণে বারবার ল্যাজেগোবরে অবস্থা হয়েছে মোদি সরকারের। সরকারের কাছ থেকে সদুত্তর না পেয়ে বিরোধীরা লাগাতার বিক্ষোভ দেখান। সরকারপক্ষের অনমনীয় মনোভাবের কারণে প্রথম দুই সপ্তাহে ১০৭ ঘন্টার মধ্যে কাজ হয়েছে মাত্র ১৮ ঘন্টা।
আরও পড়ুন-গণতন্ত্র! ত্রিপুরাবাসী বিচার করবেন: বাধা পেরিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো অভিষেকের
পেগাসাস সহ বিরোধীদের কোনও অভিযোগেরই এখনও পর্যন্ত সদুত্তর দিতে পারেনি সরকার। আর তার মধ্যেই প্রথম দশ দিনে নূন্যতম সময়ে অস্বাভাবিক তাড়াহুড়ো করে, আলোচনার সুযোগ না দিয়ে সরকারের পক্ষ থেকে ১২ টি বিল সংসদে পাশ করা হয়ে গেল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সোমবার টুইট করে কটাক্ষ ছোড়েন, প্রথম দশ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুটি অতি দ্রুততার সঙ্গে সংসদের দুই কক্ষে ১২ টি বিল পাশ করান। এমনকি কোনওরকম আলোচনা ছাড়াই মাত্র ৭ মিনিটেরও কম সময়ে এক একটি বিলকে তারা সংসদে পাশ করিয়ে নিয়েছেন। এই কায়দা দেখে মনে হচ্ছে যেন বিল পাশ নয়, পাপড়িচাট বানানো হচ্ছে।