রাজ্যসভার সাংসদ হলেন জহর সরকার

Must read

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার। সোমবারই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা করার শেষদিন। কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনও প্রার্থী দেওয়া হল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জহর সরকার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন।

আরও পড়ুন-বিল পাশ হচ্ছে নাকি পাপড়িচাট তৈরি করছে? কেন্দ্রকে খোঁচা ডেরেকের

২০২১ বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভার এই আসনটি ছেড়েছিলেন দিনেশ ত্রিবেদী। তার পর থেকে এই আসন ফা্ঁকাই পড়েছিল। অবশেষে প্রসার ভারতীর প্রাক্তন সিইওকে মনোনয়ন দেয় তৃণমূল কংগ্রেস। তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। রাজ্যসভার উপনির্বাচনে গত বুধবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রাক্তন IAS তথা প্রসার ভারতীর প্রাক্তন CEO জহর সরকার। গত শুক্রবার সেই মনোনয়নপত্রের স্ক্রুটিনি হয়। এরপরই রাজ্যসভার সাংসদ হিসেবে সবুজ সিগনাল পেয়ে যান প্রাক্তন এই আমলা।

আরও পড়ুন-দেড় বছর পরে ত্রিপুরায় ক্ষমতায় তৃণমূল: “আবার আসব, পারলে আটকান” বিপ্লবকে চ্যালেঞ্জ অভিষেকের

এদিনই নবনির্বাচিত সাংসদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। নির্বাচিত হওয়ার পর প্রাক্তন আইএএস আধিকারিক জহর সরকার জানান, “কেন্দ্রীয় সরকারের দোষ-ত্রুটি এবার তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম। যাকে নিয়ে মূল সমস্যা তাঁকে আবার সামনে পাবো।” পাশাপাশি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দাও করেন তিনি।

Latest article