করোনা আক্রান্ত তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien)। তিনি নিজেই টুইটে একথা জানিয়েছেন। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন ডেরেক। তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। গত তিনদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের যদি কোনও উপসর্গ থাকে তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছেন।
আরও পড়ুন-Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে
টুইটে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien) লেখেন, তিনি করোনা আক্রান্ত। বর্তমানে সাংসদের অবস্থা স্থিতিশীল। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
Have tested positive for #COVID
Moderate symptoms. Isolating at home.
If you have come into contact with me in the last three days, and have symptoms, please seek medical advice.
(Was always ultra-careful. Yet.) #MaskUpIndia
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 28, 2021
প্রসঙ্গত, দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছডিয়েছে এই স্ট্রেন। দেশেও ছশোর গণ্ডি ছাড়িয়েছে ওমিক্রন। রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছে, “ডেল্টার চেয়ে বেশি সংক্রমক ওমিক্রন।” অতএব, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় সমস্ত রাজ্যের জেলাশাসকদের পরিস্থিতি বুঝে কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।এই পরিস্থিতিতেই করোনার কোপে পড়ছেন অনেকেই। আজ সকালেই করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এবার আক্রান্ত হলেন রাজ্যসভার সাংসদ।