দুর্যোগের মাঝেও কলকাতায় ‘ড্রোন শো’র আয়োজন বিজেপির,সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস

লোকসভা নির্বাচনের (Loksabha election) শেষলগ্নে বাংলায় ঘনিয়ে এসেছে ঘোর অন্ধকার। আগামী ১ জুন সপ্তম দফার নির্বাচন দেশজুড়ে।

Must read

শিয়রে সপ্তম দফা। লোকসভা নির্বাচনের (Loksabha election) শেষলগ্নে বাংলায় ঘনিয়ে এসেছে ঘোর অন্ধকার। আগামী ১ জুন সপ্তম দফার নির্বাচন দেশজুড়ে। কিন্তু রবিবার থেকে প্রাকৃতিক দুর্যোগে জেরবার গোটা কলকাতা। একাধিক জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন। রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত। কিন্তু এসব ভুলে গিয়েই আজ সোমবার সন্ধ্যায় কলকাতা শহিদ মিনারের তলায় একটি ‘ড্রোন শো’-এর আয়োজন করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই এই অমানবিক আচরণের বিরোধিতা করছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-দু’লক্ষ মানুষকে ১৪০০ শিবিরে সরানো হয়েছে, ভয় পাবেন না: বার্তা মুখ্যমন্ত্রীর

আগামীকাল, সপ্তম দফার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি কলকাতায় একটি রোড শো করবেন। তার আগে আজ, বিজেপির তরফে একটি লেজার শোয়ের আয়োজন করা হয়েছে। আজ, সন্ধ্যায় সাতটায় শহিদ মিনার ময়দানে একটি ‘ড্রোন শো’ হতে চলেছে। বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালব্য এই নিয়ে টুইট করেছেন। সেই টুইটে কলকাতার নাগরিকদের তিনি এই ‘ড্রোন শো’তে অংশগ্রহণ করার কথা বলেছেন যেখানে মানুষের দুরাবস্থার কথা বিন্দুমাত্র উল্লেখ নেই।

আরও পড়ুন-বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু বৃদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২

যেখানে আজ সারাদিন বৃষ্টির ফলে মানুষের জনজীবন বিপর্যস্ত, সেখানে আজ এই ‘ড্রোন শো’ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের এক্স হ্যান্ডেলে তারা লেখেন, ‘উন্মাদ! অপদার্থ! অমানবিক! প্রাকৃতিক দুর্যোগে জেরবার শহর কলকাতা। তা সত্ত্বেও ‘প্রভু’ মোদীকে সন্তুষ্ট করতে শহরে তাঁর ‘আবির্ভাবের’ আগের দিন, অর্থাৎ — সোমবার সন্ধেয় শহিদ মিনার চত্বরে লেজার শো আয়োজন করছে বিজেপি! তাদের এতই ঔদ্ধত্য যে, দুর্যোগ সত্ত্বেও মানুষকে দলে দলে সেই অনুষ্ঠানে সামিল হওয়ার নির্দেশ দিচ্ছে! কোনও রাজনৈতিক দল এতটা নীচে কীভাবে নামতে পারে যে ভয়াবহ বিপদ ঘটতে পারে জেনেও, মানুষকে সেই বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে! এই নির্লজ্জদের ধিক্কার!’

Latest article