প্রশংসার মধ্যেও পুলিশ আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, পুলিশ (Police) কর্মীদের নিয়ে নবান্ন (Nabanna) সভাঘরে কলকাতা পুলিশের অলংকরণ সমারোহে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাস্তায় চলার সময়, লাল-নীত বাতি লাগদানো গাড়িতে হুশ করে বেরিয়ে গেলে সাধারণ মানুষ সেটাকে ভলো চোখে দেখে না। সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সিগনাল মেনেই পুলিশ আধিকারিকদের যাতায়াতের বার্তা দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-খালেদ এবাদুল্লার অকাল প্রয়াণ, শোকবার্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এত আগে জেলায় প্রশাসনিক বৈঠকেও প্রশাসনিক আধিকারিকদের পায়ে হেঁটে এলাকা পরিদর্শনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতে। এদিনও পুলিশ আধিকারিকদের ‘নিজেদের ক্ষমতা প্রদর্শন’ করতে করতে বাতি লাগানো গাড়িতে রাস্তা দিতে দ্রুত গতিতে চলার বিষয়ে সতর্ক করেন মমতা। এতে যে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেটারই উঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর গাড়ির জন্যে অন্য গাড়ি দাঁড় করিয়ে দেওয়ারও বিরোধী তিনি। কারণ, তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। রাস্তায় গতি থাকাই কাম্য বলে মন্তব্য করেন মমতা।