পূর্ব বর্ধমানে ৬ পুরসভায় ৩৮৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

Must read

অসীম চট্টোপাধ্যায়, বর্ধমান : রবিবার নির্বিঘ্নেই সম্পন্ন হল রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচন। এর মধ্যে পূর্ব বর্ধমানের বর্ধমান, মেমারি, গুসকরা, কাটোয়া, কালনা ও দাঁইহাট এই ৬ পুরসভার ১১৯ ওয়ার্ডের মোট ৩৮৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন জেলার ৪ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন ভোটার। বর্ধমান পুরসভার মোট ভোটার ২ লক্ষ ৫৯ হাজার ৫৩৯। মেমারির মোট ভোটার ৩৬ হাজার ১২৩। গুসকরার মোট ভোটার ২৯ হাজার ৪৩৪। কাটোয়ার পুরুষ মোট ভোটার ৭১ হাজার ৭০৮। কালনার ৪৫ হাজার ৬২৮ জন। দাঁইহাটের ২০ হাজার ৪১৬ জন ভোটার। ৬ পুরসভার মোট ৫৭১ বুথের মধ্যে বর্ধমানের ৩২৪, মেমারির ৪২, গুসকরার ৩৭, কাটোয়ার ৮৭, কালনার ৫৬ ও দাঁইহাটের ২৫টি বুথে একজন পুলিশ অফিসার, দু’জন বন্দুকধারী কনস্টেবল এবং একজন লাঠিধারী কনস্টেবল ছিলেন জেলা নির্বাচন দফতর সূত্রে খবর। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনও বড় ধরনের গন্ডগোলের খবর পাওয়া যায়নি। জেলায় ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন ৩৮৫ জন পুলিশ আধিকারিক এবং প্রায় ৪৭০০ জন পুলিশকর্মী। দুপুরের দিকে ঘণ্টাখানেক বাধা হয়েছিল শিলাবৃষ্টি। তার বাইরে উৎসবের মেজাজেই ভোট হল ২০ ওয়ার্ডবিশিষ্ট কাটোয়া, ১৮ ওয়ার্ডের কালনা ও ১৪ ওয়ার্ডের দাঁইহাট পুরসভায়। বিকেল পর্যন্ত ভোটের হার ৮০ শতাংশ। কালনার ৯ নং ওয়ার্ডের মহিষমর্দিনী হাইস্কুলের বুথে ইভিএম ভাঙচুর হয়। তার জন্য খানিকক্ষণ ভোট বন্ধ থাকে। তৃণমূলের (Trinamool Congress) পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, ‘‘জেলার ৬টি পুরসভার সবজায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে (Trinamool Congress) সমর্থন করেছেন।’’

Latest article