দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন, দিল্লিতে চাই দিদিকেই : দেব

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : দিল্লি দখল করতে দিদির হাত শক্ত করুন। দিল্লিতে চাই দিদিকে। শনিবার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট প্রচারে এসে একথা বলেন সাংসদ ও অভিনেতা দেব। ভোটারদের কাছে তাঁর আবেদন, মুর্শিদাবাদে এই দুই কেন্দ্রের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে দিন। ২০২৪-এর লোকসভা ভোটে দিল্লি দখলের লড়াই করতে দিদির হাত শক্ত করতে জাকির হোসেন ও আমিরুল ইসলামকে ভোট দিন। কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, বিজেপির মতো মিথ্যা রাজনীতি করি না। কথা দিয়ে পালিয়েও যাই না। কাউকে ছোট-বড় করছি না। তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সুফল মানুষ পাচ্ছেন বলে জানান তিনি।

আরও পড়ুন-জোড়া ঘূর্ণাবর্তের জের : সুন্দরবনে খোলা হল ফ্লাড সেন্টার, চলছে মাইকিং

দেব বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। একুশের ভোট নিয়ে তিনি বলেন, এবারের লড়াইটা খুব কঠিন ছিল। মানুষ সঙ্গে না থাকলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সঙ্গে না থাকলে ২১৩টা সিট আমরা পেতাম না। তাই বাংলার প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই। দেব বলেন, দ্বিতীয় ঢেউয়ের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে দিদির কথা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরা যদি না থাকতেন তাহলে ২১৩টা সিট পেতাম না। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দোপাধ্যায়-সহ বড় বড় নেতারা প্রচার করেছেন। তা সত্ত্বেও বুথ স্তরের কর্মীরা না নামলে ২১৩টি সিট পেতাম না। আমরা উন্নয়নের রাজনীতি করি।” এদিন সামশেরগঞ্জে প্রার্থী আমিরুল ইসলামের হয়েও প্রচার করেন দেব। সামশেরগঞ্জের কাশিমনগর মাঠে একটি জনসভা করেন তিনি। তার পর জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জাকির হোসেনের সমর্থনে এক জনসভায় আসেন। জঙ্গিপুর বিধানসভা আহিরণ বাঙ্গাবাড়ি স্কুল মাঠে জনসভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গোলাম রব্বানি, অভিজিৎ মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Latest article