বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার (California)। বিধ্বংসী হ্যারিকেন ‘হিলারি’ (Hurricane Hilary)-তে একপ্রকার লন্ডভন্ড অবস্থা হয়ে রয়েছে ক্যালিফর্নিয়া। ঘর-বাড়ি, গাছপালা ভেঙে পড়েছে তো বটেই এছাড়া বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাঝেই আবার নতুন করে উদ্বেগ বাড়াল ভূ-কম্পন।
আরও পড়ুন-গুজরাত হাইকোর্টকে তীব্র আক্রমণ শীর্ষ আদালতের, সুপ্রিম-নির্দেশের বিরোধীতা করা যাবে না
সোমবার সকালে মাঝারি মানের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অঞ্চল। যদিও এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর আপাতত নেই। কিন্তু এই অবস্থায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঝড় ও ভূমিকম্প- দুইয়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার বেশ কিছু জায়গায় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন।
আরও পড়ুন-পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস?
এদিন সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওজাই শহর ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। হ্যারিকেন ‘হিলারি’-তে একপ্রকার তছনছ হয়ে গিয়েছে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। গত ৮৪ বছরে এই প্রথমবার ক্যালিফোর্নিয়ায় এরকম শক্তিশালী ক্রান্তীয় ঝড় আছড়ে পড়ল
আরও পড়ুন-এক দশক পর রাজ্যে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী
‘হিলারি’-র দাপটে বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপাতত এই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। রবিবার বিকালে শক্তিশালী ঝড় ‘হিলারি’ বাজা ক্যালিফোর্নিয়ার পেনিনলুলায় আছড়ে পড়ে । ল্যান্ডফলের সময় হিলারি-র গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। ক্রমশ ‘হিলারি’ উত্তরের দিকে এগোতে শুরু করে। রবিবার রাত পর্যন্ত ঐতিহাসিক বৃষ্টিপাত হয়েছে। এদিন ভোরে হিলারি ক্যাটেগরি- ৪ পর্যায়ে পৌঁছেছে। ঘটনার ফলে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে লস অ্যাঞ্জেলসের মেয়র কারিন বাস বলেন, “এটা অকল্পনীয় আবহাওয়া।” বিশেষ প্রয়োজন ছাড়া স্থানীয়দের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।