সুমন করাতি, সিঙ্গুর: সিঙ্গুরের বাজেমেলিয়া থেকে কামারকুণ্ড উড়ালপুলের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই উড়ালপুলটি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রকল্পটি মঞ্জুর করেছিলেন। তাঁর মন্ত্রিত্বকালে রাজ্যে আরও অনেকগুলি রেল প্রকল্পের উদ্বোধন হয়। সেগুলির মধ্যে অন্যতম বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইন। এছাড়াও তিনি রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন।
আরও পড়ুন-উত্তরপত্রে আপত্তিকর লেখা কঠোর পদক্ষেপ করবে পর্ষদ
আজকের এই প্রকল্পটি তার মধ্যে অন্যতম। এই প্রকল্পে রাজ্য সরকার পুরো জমি সহ ৩৪ কোটি টাকা খরচ করেছে। ইতিমধ্যে চন্দননগরে আলোর হাব হয়েছে। তারকেশ্বর ডেভলপমেন্ট কর্পোরেশন তৈরি হয়েছে তারকেশ্বরের উন্নয়নের জন্য। এছাড়াও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মধ্যে সংযোগকারী একটি রাস্তা তৈরি করা হচ্ছে। তার জন্য তিন হাজার কোটি টাকা খরচ হবে। আজকের এই সেতুটির জন্য আরামবাগের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। এককথায় বলা যায়, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটা সংযোগ হল।