আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, অনলাইন প্রতারণা রুখতে সতর্কতা

পবিত্র কৌশিকী অমাবস্যার পুজোকে কেন্দ্র করেও তৎপর অনলাইন প্রতারণাচক্র। ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

Must read

প্রতিবেদন : পবিত্র কৌশিকী অমাবস্যার পুজোকে কেন্দ্র করেও তৎপর অনলাইন প্রতারণাচক্র। ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। বৃহস্পতিবার অমাবস্যার পুণ্য তিথিতে অনলাইনে তারামাকে পুজো নিবেদন করার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এ বিষয়ে ভক্তদের সতর্ক থাকতে অনুরোধ করেছে তারাপীঠের মন্দির কমিটি। স্পষ্ট জানানো হয়েছে, এর সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই আদৌ।

আরও পড়ুন-১৭ই হবে সর্বদল বৈঠক

মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের সাইবার ক্রাইম শাখাতেও। বুধবার এ কথা জানিয়েছেন তারাপীঠের মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। কৌশিকী অমাবস্যায় প্রতিবছরই তারাপীঠে সমাগম হয় লক্ষ লক্ষ মানুষের। এ বছরেও ৫ লাখের বেশি মানুষ দূর-দূরান্ত থেকে আসবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের নানা প্রান্ত থেকে তো বটেই, মহাশ্মশানে আসেন ভিনরাজ্যের এমনকী ভিনদেশি সাধক এবং তান্ত্রিকরাও। কিন্তু ব্যাপক ভিড়ের কারণে জায়গার অভাবে অনেক ভক্তই এইসময় আসতে পারেন না এখানে। তাঁদেরই আবেগের সুযোগ নিয়ে পাতা হচ্ছে অনলাইন প্রতারণার ফাঁদ। প্রতারকচক্রের ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের টাকা খোয়াচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। মন্দির কমিটির সভাপতির কথায়, করোনাকাল থেকেই এই চক্র সক্রিয়। যাঁরা সশরীরে হাজির হয়ে মাকে পুজো দিতে পারছেন না, তাঁরা ইচ্ছে করলে নিজস্ব সেবাইতদের মাধ্যমেই পুজো নিবেদন করতে পারবেন। প্রত্যেককেই সতর্ক থাকতে হবে প্রতারকদের পাতা ফাঁদ থেকে।

আরও পড়ুন-অন্যের ক্ষতি না করে পর্নোগ্রাফি দেখা অপরাধ নয়: কোর্ট

বৃহস্পতিবার ভোর ৪টে ৩২মিনিট থেকে শুরু হচ্ছে ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যা। বিশেষ পুজো শুরু হয়ে গিয়েছে বুধবারই। তিল ধারণের জায়গা নেই মন্দিরে-মহাশ্মশানে। বলা হয়, শ্বেতশিমুলতলায় এইদিনই সাধনায় সিদ্ধিলাভ করে তারামায়ের দর্শনলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তাই কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছে বুধবার থেকেই। বিশেষ ট্রেন চালিয়েও মেটানো যাচ্ছে না চাহিদা। নিরাপত্তার ব্যাপক আয়োজন করেছে পুলিশ। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। লাগানো হয়েছে ১৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। চলছে কড়া নজরদারি। সতর্ক দমকলবাহিনীও।

Latest article